শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে চলছে মামলা। তার মাঝেই ২০২২ সালের টেট (TET) পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড ছাড়ল প্রাথমিক শিক্ষা পর্ষদ। আগামী ১১ ডিসেম্বর, রবিবার হবে টেট পরীক্ষা। ৩০ নভেম্বর এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে পর্ষদ। টেট পরীক্ষার্থীরা www.wbbpe.org অথবা http://wbbprimaryeducation.org এই দু’টি ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে পারবেন।
১১ ডিসেম্বর দুপুর ১২টা থেকে আড়াইটে পর্যন্ত চলবে পরীক্ষা। প্রথম থেকে চতুর্থ শ্রেণিতে পাঠদানের জন্য ১১ হাজার শিক্ষক-শিক্ষিকা নিয়োগ করা হবে। এবারের টেটের বিষয়ভিত্তিক প্রশ্নের অর্ধেক থাকবে শিশুদের কী ভাবে পড়ানো হবে তার উপরে। বাংলা, ইংরেজি, অঙ্ক, পরিবেশবিদ্যা এবং শিশু বিকাশ ও মনস্তত্ত্বের উপরে থাকবে ৩০ নম্বরের প্রশ্ন।
Debangshu Bhattacharya: তৃণমূলের রাজ্য কমিটিতে নেই দেবাংশু, কেন বাদ তা নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা
২০২১ সালের ৩১ জানুয়ারি শেষ টেট হয়েছিল। তার বিজ্ঞপ্তি বেরিয়েছিল ২০১৭ সালে। সেই পরীক্ষায় আবেদনকারীর সংখ্যা ছিল আড়াই লাখের মতো। এবারের টেটে সেই সংখ্যা ৭ লাখ ছাড়িয়ে যেতে পারে।