প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় গতি বাড়াচ্ছে সিবিআই। প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে ২০১৪ সালে টেটে উত্তীর্ণ হয়ে চাকরি পাওয়া শিক্ষকদের তথ্য চেয়ে পাঠানো হয়েছে। এই নিয়ে আগেই নির্দেশ দিয়েছিল হাই কোর্ট। এবার জেলা প্রাথমিক শিক্ষা আধিকারিকদের থেকে তথ্য সংগ্রহের কাজ শুরু করা হয়েছে। যার ফলে জেলা শিক্ষা পর্ষদকে দ্রুত তথ্য পাঠানোর নির্দেশ পর্ষদের।
জেলার প্রাথমিক শিক্ষা আধিকারিকদের কাছে চাকরির নিয়োগপত্র, অ্যাডমিট কার্ড, কেস সার্টিফিকেট, এক্সট্রা কারিকুলাম সার্টিফিকেট ও টেট পরীক্ষায় পাশ করা শংসাপত্র জমা দেওয়ার নির্দেশ দিয়েছে পর্ষদ। এক্সেল শিট-১ ও শিট২ করে এই তথ্য পাঠাতে হবে। পর্ষদ বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, সব তথ্য জমা দেওয়া হবে সিবিআইয়ের দফতর নিজাম প্যালেসে।
জানা গিয়েছে, কলকাতা, দুই ২৪ পরগনা, হুগলি, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, এই সব জেলার তথ্য ইতিমধ্যেই পর্ষদের কাছে এসে পৌঁছেছে। একাধিক জেলায় পৃথক বিজ্ঞপ্তি জারি করে চলতি মাসেই তথ্য জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।