রবিবার প্রাথমিক টেট। পরীক্ষার্থীর সংখ্যা ৬ লক্ষ ৯০ হাজার। সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে চায় পর্ষদ ও প্রশাসন। পরীক্ষার আগের দিন আরও একবার সাংবাদিক বৈঠক করে নিয়ম জানিয়ে দিলেন পর্ষদ সভাপতি গৌতম পাল (Goutam Paul)।
এবার পর্ষদের পক্ষ থেকে একটি হেল্পলাইন চালু করা হয়েছে। স্বচ্ছতার স্বার্থে ওএমআর শিটের দুটি কপি থাকবে। অরিজিনাল কপি বোর্ড নিয়ে নেবে। ডুপ্লিকেট কপি, পরীক্ষার্থীরা নিয়ে যেতে পারবে।
এদিন পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষার্থীরা যখন ওএমআর শিট পাবেন, তখন তা সিল করা প্যাকেটে থাকবে। সেন্টার ইন চার্জ, ইনচার্জ, অবসার্ভার, কেউ এই প্যাকেটটি খুলবেন না। ১৫টি বুকলেট আছে, সেই প্যাকেট খুলবেন ইনচার্জরা। ১১.৪৫-এর পর প্রার্থীরা ওই ওএমআর শিট খুলতে পারবেন।
আরও পড়ুন: 'কেউ কেউ বিঘ্ন ঘটানোর চেষ্টা করছেন,' টেটের ২৪ ঘণ্টা আগে বিস্ফোরক দাবি পর্ষদ সভাপতির
এবার পরীক্ষার্থীদের বায়োমেট্রিক ভেরিফিকেশনের মধ্যে দিয়ে পরীক্ষা হলে ঢুকতে ও বেরোতে হবে। সব জায়গায় নজরদারি করা হচ্ছে। সেন্ট্রাল কন্ট্রোল রুমও করা হয়েছে। শনিবার সাংবাদিক বৈঠক করে পর্ষদ সভাপতি বলেন, কেউ কেউ পরীক্ষায় বিঘ্ন ঘটানোর চেষ্টা করছেন। এমন কিছু ধরা পড়লে প্রশাসনের কাছে কঠোরতম শাস্তির কথা জানাব। পর্ষদও তাই বিষয়টি নিয়ে সতর্ক আছে।