ঘোষণা হল প্রধানমন্ত্রী বাল পুরস্কার প্রাপকদের নাম। ওই তালিকায় রয়েছে বাংলার ছেলে অরিজিৎ বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ওই পুরস্কার তুলে দেন। এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুরস্কার প্রাপকদের সঙ্গে দেখা করেন। তাঁদের সঙ্গে আলাপচারিতাও করেন।
কী নিয়ে আলোচনা হয়
প্রধানমন্ত্রীর ওই আলাপচারিতায় পরাক্রম দিবস এবং নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্ম দিবসের প্রসঙ্গ উঠে আসে। প্রশ্নোত্তর পর্বও অনুষ্ঠিত হয়। যেখানে ছোট শিশুদের একাধিক বিষয়ের উপর প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রী।
সৌরশক্তির ব্যবহার
ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সৌরদয় যোজনা সম্পর্কেও নিজের মতামত ব্যাক্ত করেন প্রধানমন্ত্রী। জানিয়ে দেন ভারতে সৌর শক্তি ব্যবহার আরও বাড়াতে হবে। ইতিমধ্যে এর জন্য ১ কোটি পরিবারকে সোলার পাওয়ার প্যানেল দেওয়ার ঘোষণা করেছেন।