ফেব্রুয়ারি মাস পড়লেই শুরু হয়ে যাবে পরীক্ষার মাস। তার আগে আগামী সাতাশে জানুয়ারি রাজ্যের প্রতিটি মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পড়ুয়াদের ক্লাস নেবেন মাস্টারমশাই নরেন্দ্র মোদী। ২০১৮ সাল থেকেই পরীক্ষা পে চর্চা বলে এই অনুষ্ঠান হয়ে আসছে। তাই এবারও ব্যতিক্রম নয়। ব্যতিক্রম হল, গোটা অনুষ্টান প্রস্তুত করতে রাজ্য বিজেপির নেতৃত্বকে নির্দেশ দেওয়া হয়েছে।
এই বছর প্রজাতন্ত্র দিবস এবং সরস্বতী পুজো একই দিনে পড়েছে। পরের দিনেও ছুটি আসে স্কুলগুলিতে। ওই দিন বেলা ১১টার সময় ভার্চুয়াল মাধ্যমে ক্লাস নেবেন প্রধানমন্ত্রী। জানা গিয়েছে, পরীক্ষার আগে বেশ কিছু সাজেশনও দিতে পারেন তিনি। রাজ্য বিজেপির কাছে দিল্লির নির্দেশ, যত বেশি সম্ভব স্কুলে বড় স্ক্রিন লাগিয়ে অনুষ্ঠান সম্প্রচারের ব্যবস্থা করতে হবে। সরকারি স্কুলে সম্ভব হবে না বুঝে ইতিমধ্যেই রাজ্য বিজেপি বিভিন্ন বেসরকারি স্কুলের সঙ্গে যোগাযোগ শুরু করে দিয়েছে।
নবম থেকে দ্বাদশ শ্রেণির ৫০০ জন পড়ুয়াকে উপস্থিত রাখার পরিকল্পনা করা হয়েছে। কেন্দ্রীয় বিজেপির তরফে বলা হয়েছে, প্রতিটি জায়গায় যাতে সাংসদ, বিধায়ক বা অন্য জনপ্রতিনিধিরা উপস্থিত থাকতে পারেন সেটা নিশ্চিত করতে হবে। কেন্দ্রীয় বিজেপি এর জন্য রাজ্য স্তরে তিন জনের কমিটি তৈরি করতে বলেছে। জেলা স্তরেও একই ভাবে কমিটি গঠন করতে বলা হয়েছে। ইতিমধ্যেই সেই কাজ শুরু হয়ে গিয়েছে। রাজ্যের কমিটির মাথায় রয়েছেন দার্জিলিঙের সাংসদ রাজু বিস্তা।