মায়ের মৃত্যুতে বঙ্গযাত্রা বাতিল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(Modi cancels Bengal Visit)। শুক্রবার ভোর ৩টে ৫৯মিনিটে নাগাদ আমেদাবাদের হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন হীরাবেন মোদী(Heeraben Modi Passes Away)। খবর পেয়েই তড়িঘড়ি গুজরাট ছুটে যান প্রধানমন্ত্রী। ফলে বাংলায় এসে বন্দে-ভারত এক্সপ্রেসের(Vande-Bharat Express Inauguraton) উদ্বোধনের কথা থাকলেও সে পরিকল্পনা ভেস্তে যায়। তবে ভার্চুয়ালি এই বিশেষ ট্রেনের উদ্বোধন করবেন তিনি। পাশাপাশি, ভার্চুয়ালি যোগ দেবেন জাতীয় গঙ্গা পরিষদের বৈঠকেও।
গত মঙ্গলবার থেকে সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন প্রধানমন্ত্রীর মা হীরাবেন মোদী(Heeraben Modi Passes Away)। শুক্রবার ভোর সাড়ে ৩ টে ৩৯ মিনিটে আমেদাবাদের হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হীরাবেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০০ বছর। প্রধানমন্ত্রী নিজেই মায়ের মৃত্যুর(Narendra Modi on Heeraben) খবর টুইট করে জানিয়েছেন।
আরও পড়ুন- Pele Dead: সিংহাসন ছেড়ে চিরবিদায় ফুটবলের মুকুটহীন সম্রাট পেলের, শোকস্তব্ধ গোটা বিশ্ব
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হীরাবেনের মৃত্যুতে(Heeraben Modi Passes Away) গভীর শোকপ্রকাশ করে শেষ শ্রদ্ধা জানান। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং(Rajnath Singh on Heeraben Modi) হীরাবেনের মৃত্যুতে শোক প্রকাশ করে টুইট করেন – হীরাবেনের মৃত্যুতে আমি গভীরভাবে ব্যথিত। মায়ের মৃত্যু একজনের জীবনে এমন এক শূন্যতা নিয়ে আসে, যা পূরণ করা অসম্ভব। এই শোকের মুহুর্তে আমি প্রধানমন্ত্রী(PM Narendra Modi) ও তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। টুইটারে শোকজ্ঞাপন করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ(UP CM Yogi Adityanath)।