স্ত্রী রেনু খাতুনের কব্জি কাটার ঘটনায় পূর্ব বর্ধমান জেলা থেকে গ্রেফতার স্বামী শের মহম্মদ (Sher Mohammad)। মঙ্গলবার তাকে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনায় মঙ্গলবার শ্বশুর ও শাশুড়িকে আগেই গ্রেফতার করা হয়েছিল। গত শনিবার থেকে পলাতক ছিল শের মহম্মদ।
পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার ভোরে পালানোর পরিকল্পনা করেছিল অভিযুক্ত শের মহম্মদের বাবা-মা। খবর পেয়ে কেতুগ্রাম (Ketugram) থানার পুলিশ বাসস্ট্যাণ্ড থেকে তাঁদের গ্রেফতার করে। এবার গ্রেফতার প্রধান অভিযুক্ত শের মহম্মদ। বাবা সিরাজ শেখ এবং মা মেহেরনিকা বিবিকে জিজ্ঞাসাবাদ করেই গ্রেফতার করা হয় তাকে।
আরও পড়ুন: ঠাসা কর্মসূচি নিয়ে রাতেই কলকাতা আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা
স্বামীর পাশেই ঘুমোচ্ছিলেন। হঠাৎ তীব্র যন্ত্রণায় ঘুম ভেঙে যায়। মুখে বালিশ চাপা দেওয়া, তাই চিৎকার কারও কানে যায়নি। ডান হাতে বার বার ভারী হাতুড়ির ঘা মেরে মেরে ডান হাতটা থেঁতলে দেওয়া হয়। এর পর টিন কাটার কাঁচি দিয়ে ডান হাতের কব্জি কেটে নেওয়া হয় রেণু খাতুনের। এই ভয়াবহ ঘটনার তদন্তে নেমে ২৪ ঘণ্টার মধ্যে প্রধান অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।