টলিপাড়ার জনপ্রিয় তারকা জুটি রাহুল মজুমদার (Rahul Majumder) এবং প্রীতি বিশ্বাস (Prity Biswas)। দিন কয়েক আগেই, তাঁদের বিচ্ছেদের গুঞ্জন ঘুরছিল বাতাসে। সেসব জল্পনায় কার্যত জল ঢেলে, সুখবর দিলেন ‘প্রিহুল’ জুটি। তাঁরা অন্তঃসত্ত্বা, সোশ্যাল মিডিয়ায় এই সুখবর জানিয়েছেন রাহুল-প্রীতি।
আগামী সেপ্টেম্বরে প্রীতির কোলে আসবে নবজাতক, এই মুহূর্তে তিনি ৪ মাসের অন্তঃসত্ত্বা। ‘ধূলিকণা’, ‘বালিঝড়’ ধারাবাহিকে প্রীতির অভিনয় প্রশংসা কুড়িয়েছিল। কিন্তু তারপর দীর্ঘ দিন তাঁকে পর্দায় দেখা যায়নি। অবশেষে জানা গেল তাঁর বিরতির কারণ।
Tollywood Celebs: কলকাতায় হাঁসফাঁস গরম, মিমি থেকে অনামিকা, টলি তারকারা এখন সবাই 'কাশ্মীর কি কলি'
সম্প্রতি সিসিএলে খেলতে গিয়েছিলেন রাহুল। ১১ বছর পর ঘরে ট্রফি এনেছে বাংলার তারকারা। সেখানেও, রাহুলের সঙ্গে দেখা গিয়েছিল প্রীতিকে। রাহুল এই মুহূর্তে অভিনয় করছেন নীলাঞ্জনা সেনগুপ্ত এবং যিশু সেনগুপ্ত প্রযোজিত সিরিয়াল ‘হরগৌরী পাইস হোটেল’-এ।