পাঁচ বছর বড়পর্দায় কোনও ছবি মুক্তি নেই। মুক্তি যখন হল, ইতিহাস তৈরি করল শাহরুখ খানের (Shahrukh Khan) 'পাঠান' (Pathaan)। শুধু দেশে নয়, দেশের বাইরে বিপুল ব্যবসা করে সর্বকালের বক্স অফিস সাফল্যের তালিকায় বেশ ওপরের দিকেই জায়গা করে নিতে চলেছে 'পাঠান'। এরই মধ্যে জল্পনা শুরু 'পাঠান ২' (Pathaan 2)এর। ছবি মুক্তির পর এই প্রথম সাংবাদিকদের মুখোমুখি কিং খান। কী বললেন পাঠান ২ নিয়ে?
'পাঠান ২' হলে নিজেকে উজার করে দেবেন, সাংবাদিক বৈঠকে জানালেন শাহরুখ। বাদশাহ জানালেন, 'পাঠান ২-এর জন্য তিনি প্রস্তুত, পরিচালক চাইলেই হবে, পাঠানের সিকোয়েলের অংশ হতে পারলে সম্মানিত বোধ করবেন, জানালেন কিং খান।
Pathaan: ৫ দিনে সাড়ে ৫০০ কোটির ব্যবসা 'পাঠান'-এর, রেকর্ড তালিকায় সামনে শুধু হলিউডের ৩ ছবি
শুধু শাহরুখ নন, গোটা টিম পাঠান, দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম, পরিচালক সিদ্ধার্থ আনন্দ, সকলেই ছিলেন প্রেস কনফারেন্সে। টিমের তরফে সমস্ত দর্শকদের ধন্যবাদ জানালেন কিং খান, তাঁদের ছবিকে ভালবাসায় ভরিয়ে দেওয়ার জন্য।
মুক্তির ৫ দিনের মধ্যে সাড়ে ৫০০ কোটির ব্যবসা করেছে 'পাঠান'। ব্যবসার নিরিখে বলিউডের কোনও ছবি ধারে কাছে তো নেই-ই। এমন কী হলিউডের নিরিখেও 'ইতিহাস' তৈরি করেছে ছবিটি। রেকর্ড তালিকায় পাঠান-এর আগে হলিউডের মাত্র ৩ টে ছবি।
দেশে এখনও পর্যন্ত ‘পাঠান’-এর মোট আয় ২৮২ কোটি টাকা। দেশের বাইরে ‘পাঠান’ মুক্তি পেয়েছে ১০০টি দেশের ২৫০০টি পর্দায়। ভারতীয় বাজারে সবচেয়ে দ্রুত আড়াইশো কোটি রোজগারের গণ্ডি পেরনোর নজিরও গড়েছে ছবিটি।