প্রতিবাদ, আন্দোলন ছেড়ে ফের প্রস্তুতি শুরু করে দিলেন কুস্তিগিররা। এশিয়ান গেমসের ট্রায়ালের আগে হরিয়ানার সোনপতে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া কমপ্লেক্সে অনুশীলন করছেন বিনেশ ফোগট, সঙ্গীতা ফোগটেরা। এবং অন্য এতটি কেন্দ্রে প্রস্তুতি নিচ্ছেন বজরং পুনিয়া।
ভারতীয় কুস্তি সংস্থার প্রধান ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ তুলেছেন ভারতীয় মহিলা কুস্তিগীররা। অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে দীর্ঘদিন ধরে বিক্ষোভে সামিল হয়েছিলেন । কিন্তু আসন্ন এশিয়ান গেমসের জন্য ফের আন্দোলন ছেড়ে অনুশীলনে মন দিয়েছেন তাঁরা।
এবিষয়ে সংবাদমাধ্যমের সামনে এক আধিকারিক বলেন, "দীর্ঘদিন পর তাঁরা ফের প্রস্তুতি নিতে শুরু করেছেন। তবে এখনও পুরোদমনে প্রস্তুতি নেননি। তার জন্য একটু সময় লাগবে। তবে এখন কুস্তিগিররা জিমে বেশি সময় কাটাচ্ছেন।