দীপাবলির আবহেই আগামী বছরের ছুটির তালিকা প্রকাশ নবান্নের। তালিকায় ছুটি বেড়েছে সরকারী কর্মচারীদের। দুর্গাপুজো, ভাইফোঁটায় বাড়তি ছুটির পাশাপাশি সরস্বতী পুজোর আগের দিনও ছুটি রয়েছে তালিকায়। শুক্রবারের বিজ্ঞপ্তিতে জানানো হয়, এনআই আইনের ২৫ নম্বর ধারানুযায়ী পরের বছরের ছুটির তালিকা ঘোষণা করা হয়েছে। রাজ্য সরকারি সমস্ত দফতরেই এই ছুটির তালিকা বহাল থাকবে। তবে কালেকটরের দফতর এবং রেজিস্ট্রারের দফতর এই তালিকার বাইরে থাকবে বলেই খবর।
জানা গিয়েছে, ১২ জানুয়ারি বিবেকানন্দের জন্মদিবস, ২৩ জানুয়ারি নেতাজি জন্মজয়ন্তী, ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সরকারি অফিসে ছুটি থাকবে। ২৬ জানুয়ারি সরস্বতী পুজো পড়ায় আলাদা ছুটি থাকছে না। এরপর ৭ মার্চ দোলযাত্রা উপলক্ষে ছুটি। এপ্রিল মাসেও ৫ দিন ছুটি রয়েছে।
আরও পড়ুন- Congress Agitation : জল্লাদ পুলিশ, করুণাময়ীর ঘটনায় সরকারকে তোপ কংগ্রেসের, অধীরের নেতৃত্বে মিছিল
১, ৫ এবং ৯ মে ছুটি থাকবে সরকারি দফতর। এরপর জুন, জুলাই, অগস্টে এক দিন করে ছুটি থাকবে। ১৪ অক্টোবর মহালয়া উপলক্ষে ছুটি। দুর্গাপুজোর ছুটি চলবে ২১ থেকে ২৪ অক্টোবর। ২৮ অক্টোবর পড়েছে লক্ষ্মীপুজো। ১৫ নভেম্বর ভাইফোঁটা, ২৭ নভেম্বর গুরু নানকের জন্মদিবস উপলক্ষে ছুটি। বছরের শেষ মাস ডিসেম্বরে থাকবে ক্রিসমাসের ছুটি।
আগামী বছর কিছু বাড়তি ছুটি পাবেন রাজ্য সরকারি কর্মীরা। সরস্বতী পুজোর আগের দিন ছুটি থাকবে। ১৪ ফেব্রুয়ারি ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিন উপলক্ষে ছুটি সরকারি দফতরে। দোলের পরের দিন, ইদের আগের দিন, রথযাত্রা, শিবরাত্রি, রাখী, জন্মাষ্টমী, ফতেয়া দোয়াজ দাহামে থাকছে ছুটি। ১৩ জুলাই দার্জিলিং, কালিম্পং জেলায় কবি ভানু ভক্তের জন্মদিন উপলক্ষে ছুটি থাকবে।