দুর্গাপুজো থেকে ভাইফোঁটা পর্যন্ত টানা প্রায় এক মাস ছুটির রেওয়াজ ছিল স্কুলগুলিতে। এর জেরে দীর্ঘ দিন বাচ্চারা লেখাপড়ার থেকে দূরে থাকত, এবার বদলাতে চলেছে এই নিয়ম। প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রকাশিত আগামী বছরের বিস্তারিত ছুটির তালিকা বলছে , আর এই এক মাস টানা ছুটি পাওয়া যাবে না। দুর্গাপুজো থেকে লক্ষ্মীপুজোর ছুটির পর স্কুল খুলবে এর পর আবার ছুটি দেওয়া হবে কালীপুজো ভাইফোঁটায়।
South 24 Pargana News: প্রেমিকাকে খুনের চেষ্টার পর সংসার করছিলেন স্ত্রীর সঙ্গে! গ্রেফতার পুরসভার কর্মী
পর্ষদ সভাপতি গৌতম পাল জানিয়েছেন, এই সময়কালে রবিবার বাদ দিয়ে মোট ১৫ দিন ছুটি পাওয়া যাবে। বছরে মোট ৬৫ টি ছুটি। এছাড়া স্কুল খোলা থাকলে শিশুরা লেখাপড়ার সঙ্গে সঙ্গে ‘মিড ডে মিল’টাও নিয়মিত পায়।