কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে থেকে গ্রেফতার শেখ নূর আমিন মানসিক ভারসাম্যহীন। এমনটাই দাবি ধৃত ওই ব্যক্তির স্ত্রী পুনম বিবির। ২১ জুলাইয়ের সকালে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে থেকে অস্ত্র এবং মাদক সহ গ্রেফতার করা হয়েছিল নূরকে। উদ্ধার করা হয়েছিল আইবি, বিএসএফের মতো সংস্থার পরিচয়পত্রও।
স্বামীর গ্রেফতারির পর উদ্বিগ্ন স্ত্রীয়ের দাবি , ২১ জুলাই সকালে তাঁর স্বামীর সঙ্গে কথা হয়েছে। মহিলার দাবি, আগ্নেয়াস্ত্র নয় লাইটার ছিল স্বামীর গাড়িতে। কোনও অসৎ উদ্দেশে তিনি মুখ্যমন্ত্রীর বাড়িতে যাননি বলেই দাবি তাঁর।
উল্লেখ্য,এদিন সকালে একটি প্রাইভেট গাড়িকে সন্দেহ হওয়ায় আটকে দেয় পুলিশ। পুলিশকর্মী দাবি করলেও কোনও পরিচয়পত্র দেখাতে পারেননি ওই যুবক।