গরু চোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু হল দু'জনের। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের তুরুক ময়না গ্রামে।
জানা গিয়েছে, গাড়ি নিয়ে গ্রামে গরু চুরি করতে এসেছিলেন কয়েকজন। তাঁদের তাড়া করতেই দু'জন পুকুরে নেমে যায়। পুকুর থেকে ওঠার সময় তাঁদের ঘিরে ধরে মারধর করা হয়। তারপর দুজনকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় পুলিশ। কিন্তু দু'জনের কাউকেই বাঁচানো যায়নি।
আরও পড়ুন - কমেছে ঠান্ডার দাপট, বৃষ্টির পূর্বাভাস জারি করল হাওয়া অফিস
ঘটনার পরেই ওই এলাকায় পুলিশি পাহারা শুরু হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, একটি মালগাড়ি করে কয়েকজন যুবক গ্রামে এসেছিল। ইতিমধ্য়েই বাকিদের খোঁজে তল্লাশি করছে পুলিশ।