জলে ভেসে উঠল কাটা মাথা। যা দেখে রীতিমতো শিউরে উঠেছেন সকলে। খবর দেওয়া হয় পুলিশে। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের দিঘা বাইপাস এলাকায়। ওই মুণ্ডু উদ্ধার ঘিরে রীতিমতো চাঞ্চল্য।
জানা গিয়েছে, রবিবার সকালে আচমকাই দিঘা বাইপাস সংলগ্ন একটি খালে কাটা মুন্ডু দেখতে পান কয়েক জন। যে ঘটনায় রীতিমতো হইচই শুরু হয়ে যায়।
আরও পড়ুন - স্ত্রীর বিবাহবহির্ভুত সম্পর্কের জের, স্বামীর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ
তবে, এখনও মৃতের পরিচয় জানা যায়নি। মনে করা হচ্ছে, খুনের পর দেহ থেকে মাথাটিকে কেটে খালের জলে ভাসিয়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।