তীব্র দাবদাহের পর অবশেষে স্বস্তি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস (Weather Forecast) অনুযায়ী, বৃহস্পতিবার কালবৈশাখী আছড়ে পড়ে পুরুলিয়ার (Purulia Weather) বলরামপুর বরাবাজার সংলগ্ন এলাকায়। ঝড়ে অনেক বড় গাছ ভেঙে পড়ে। ঝড়বৃষ্টির জন্য ক্ষয়ক্ষতি হয়েছে আবাদি জমিরও।
পুরুলিয়ায় বজ্রপাতে মৃত্যু হয় এক শিশুর। ঘটনাটি ঘটেছে বলরামপুর ব্লকের তেঁতলো গ্রাম পঞ্চায়েত এলাকায় ঢাকিবাদ গ্রামে। ষষ্ঠী হেমব্রম নামে এক ১২ বছরের শিশু বাড়ির মধ্যেই খেলা করছিল। বাজ পড়ার সময় সংজ্ঞা হারিয়ে ফেলে শিশুটি। বলরামপুর ব্লক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন: উত্তরে ঝড়-জল, কলকাতা-সহ দক্ষিণেও বৃষ্টির পূর্বাভাস
পশ্চিমের জেলা বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানে কালবৈশাখীর পূর্বাভাস দিয়েছিল হাওয়া অফিস। ৩০-৪০ কিলোমিটার প্রতি ঘণ্টায় ঝোড়ো হাওয়ার সতর্কতা দেওয়া হয়েছিল। বৃহস্পতিবার বিকেল থেকে আকাশ কালো করে আসে। সঙ্গে শুরু হয় ঝোড়ো হাওয়া। তার জেরে অনেক জায়গাতেই বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বলরামপুর স্টেশন এলাকায় গাছ ভেঙে পড়ে। প্রায় ঘণ্টাখানেক শিলাবৃষ্টি হওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে কাঁচাবাড়িও।