গরম পড়তেই জল-সংকট পুরুলিয়ার বিভিন্ন প্রান্তে। আর এই জল-সংকট নিরাময়ের দাবিতে সোমবার বড়জোড়া-সোনামুখী রাস্তায় পথ অবরোধ করেন গ্রামবাসীরা। তাঁদের বিক্ষোভের জেরে থমকে যায় বাস, গাড়ি ও পণ্যবাহী ট্রাক। তিনদিন ধরে জল না পাওয়ায় এবার রাস্তা অবরোধের পথেই হাঁটলেন আশুড়িয়াবাসী।
গ্রামবাসীদের অভিযোগ, গত তিন বছর আগে পাইপলাইন (Pipeline) এলেও তাতে পানীয় জল নেই। এমনকি, গরম পড়তেই গ্রামের নলকূপের জলও অনেকটাই নেমে গিয়েছে। পাশাপাশি, গ্রামের পুকুরগুলির সংস্কার না হওয়ায় এবার চরম জলকষ্টে ভুগতে শুরু করেছে গোটা আশুড়িয়া গ্রাম।
প্রায় ৯ বছর ধরে গ্রামে জলসংকট চলার পর তিনবছর আগেই পাইপলাইন বসানোর কাজ শেষ হয়। কিন্তু সময় পেরিয়ে গেলেও এখনও জল না আসায় রাস্তা অবরোধ করেন স্থানীয়রা। এদিন মানবাজারেও পানীয় জলের সংকট দেখা দিয়েছে বলেই খবর।