এক মাস আগে থেকে শুরু হয়েছিল পুজো। পুজোর পর কার্নিভালে সমাপ্তি হবে এবার দুর্গাপুজোর। শুক্রবার ছৌ-নাচ, ঝুমুর, সাওতালি নাচ, ধামসা-মাদল সহযোগে কার্নিভালের আয়োজন করা হয়। বিরাট শোভাযাত্রায় ছিল জেলার ১৩টি সেরা প্রতিমা।
ছৌ, ঝুমুর, সাঁওতালি নাচ, ধামসা মাদল, ঢাকিদের তালের ছন্দে দুর্গা পুজোর কার্নিভাল হয় লোকশিল্পের জেলা পুরুলিয়ায় । জেলার নজরকাড়া ১৩টি মাতৃপ্রতিমা নিয়ে পুজো কমিটির সদস্যরা অংশ নেন এই কার্নিভালে । জেলায় প্রথম এই দুর্গাপুজো কার্নিভাল দেখতে উৎসাহী মানুষেরা ভিড় জমান শহরে। ভিক্টোরিয়া স্কুল ময়দান থেকে রথতলা মোড় পর্যন্ত এই শোভাযাত্রা হয়। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী ।
আরও পড়ুন: দু'বছর পর ফের রেড রোডে কার্নিভাল, বন্ধ থাকবে কোন কোন রাস্তা জানুন
প্রসঙ্গত, ৮ তারিখে পুজো কার্নিভাল দেখতে রেড রোডে ভিড় জমাবেন হাজার হাজার মানুষ। তাই ইতিমধ্যেই বাড়তি সতর্কতা হিসেবে একগুচ্ছ ব্যবস্থা গ্রহণ করেছে কলকাতা পুলিশ। প্রতিমা নিরঞ্জনের গাড়ি যাওয়ার জন্য সমস্ত পণ্যবাহী গাড়ির যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। বিধিনিষেধ জারি করা হচ্ছে রাস্তায় পার্কিংয়ের ক্ষেত্রেও।