‘কেউ বলে ফাল্গুন, কেউ বলে পলাশের মাস’
বসন্ত বাতাসে। এমন সময় ঋতুরাজ বসন্তের ছোঁয়ায় সেজে ওঠে বাংলার প্রকৃতি। লালমাটির দেশে অনেকেই ছুট লাগান পলাশের খোঁজে। লাল পলাশ তো অনেক দেখেছেন, কিন্তু পুরুলিয়ার বিরল শ্বেত পলাশের শুভ্রতা দেখলে আজীবন চোখে লেগে থাকবে। তবে বিরল প্রজাতির এই ফুল দেখতে ভাগ্য থাকা দরকার।
Lok Shaba Election 2024 : কীর্তিকে বহিরাগত আক্রমণ, ফের কু-কথার অভিযোগ দিলীপের বিরুদ্ধে
পুরুলিয়ার কেন্দার এক জঙ্গলে চলতি বসন্তের মরশুমে এই গাছ নিয়ে হইচই পড়ে গিয়েছে । এই পলাশ দেখতে প্রত্যন্ত এই গ্রামে ভিড় জমাচ্ছেন পর্যটকেরা। গাছ মালিকের দাবি লক্ষাধিক টাকার বেশি দর উঠেছে ওই শ্বেত পলাশ গাছের । কিন্তু এই গাছের ভবিষ্যৎ এখন অন্ধকারে, চোরা শিকারিদের নজর পড়েছে গাছের উপর। এমনকি ইতিমধ্যেই গাছের গোড়া কাটারও চেষ্টা হয়েছে। গ্রামবাসীদের দাবি, প্রশাসন এই গাছের উপর বাড়তি নজর দিক।