মুদিখানা থেকে সবজি, মাছের বাজার কিংবা চা থেকে ফুচকা...সব জায়গাতেই এখন অনলাইনে লেনদেন প্রক্রিয়া চলে । এবার থেকে বাসেও নাকি সেই সুবিধা মিলবে । জানা গিয়েছে, বেসরকারি বাসে কিউআর কোড (QR code in Bus ) বেসড টিকেটিং সিস্টেম (Online Ticketing Sytem) চালুর পরিকল্পনা নেওয়া হচ্ছে । পরিকল্পনা বাস্তবায়িত করতে ইতিমধ্যেই বেশ কয়েক দফা বৈঠকও সেরেছেন একাধিক বেসরকারি বাসমালিক সংগঠনগুলি ।
কিউআর কোড (QR Code) বেসড টিকিট চালু হলে খুচরোর সমস্যা মিটবে । সেইসঙ্গে বাসের টিকিট চুরি করা বা টাকা চুরি করার প্রবণতাও কমবে।
আরও পড়ুন, Calcutta Highcourt: পঞ্চায়েত পরবর্তী হিংসা রুখবে বাহিনী-ই, নির্দেশ প্রধান বিচারপতির
জানা গিয়েছে, একটি নির্দিষ্ট অ্যাপ থাকবে । সেই অ্যাপ ডাউনলোড করতে হবে । আপনি কত নম্বর বাসে কোথা থেকে কোথায় যাবেন তা ওই অ্যাপে উল্লেখ করতে হবে । তারপরই টিকিট কাটা যাবে । যাত্রীদের অ্যাকাউন্ট থেকে নির্দিষ্ট ভাড়া কেটে নেওয়া হবে । মোবাইলে একটি মেসেজও পাবেন । বাসে উঠে কিউআর কোড স্ক্যান করলেই টিকিট মোবাইলে চলে আসবে ।
বেসরকারি বাস সংগঠনগুলি জানিয়েছে, সব ঠিক থাকলে পুজোর আগেই কয়েকটি বাসে নতুন ব্যবস্থা চালু করা হবে । জানা গিয়েছে, নিউটাউন, সল্টলেকের বাসগুলিতে প্রথমে চালু করা হবে । বিশেষ করে যে রুটের বাসে অফিস যাত্রীরা বেশি যাতায়াত করেন, এসি বাসগুলিতে কিউআরকোড চালু করা হবে ।