তিনি বাঙালির প্রাণের আরাম, আত্মার শান্তি৷ প্রাণের ঠাকুর রবিঠাকুর৷ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবসে গোটা বাংলা জুড়ে উৎসবের ছোঁয়া। চিরনতুনের স্পর্শে জীবনকে আরও একটু রাঙিয়ে নেওয়া চেষ্টা। বাংলার সর্বত্র পালিত হচ্ছে রবীন্দ্রজয়ন্তি৷ আট থেকে আশি- প্রত্যেকে শামিল প্রাণের আত্মীয় ঋষিকবির জন্মদিনটিকে নিজের শ্রদ্ধার ফুলে সাজিয়ে নিতে।
তিনি থাকতেন কলকাতায়। জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে৷ আশ্রম গড়েছিলেন বীরভূমের বোলপুরে। শান্তির নিকেতন- শান্তিনিকেতন। কিন্তু রবীন্দ্রনাথ তো সকলের। পৃথিবীর যে প্রান্তেই বাংলা ভাষা আছে, আছে বাঙালি সংস্কৃতি, সেখানেই তিনি।
জঙ্গলমহলের জেলা পুরুলিয়াতেও সকাল থেকেই চলছে রবীন্দ্র স্মরণ। সকাল সকাল সেজেগুজে অনুষ্ঠানস্থলে হাজির হয়েছে কচিকাঁচারা। আছেন তাঁদের অভিভাবক, শিক্ষিক শিক্ষিকা। তরুণ কবি, সংস্কৃতিকর্মী, শ্রমজীবী মানুষ- কে নেই! গানে, নৃত্যে, কবিতায়, প্রভাতফেরিতে বিশ্বকবির জন্মদিবসের পূণ্য প্রভাতে নিজেকে উজাড় করে স্মরণের ডালি সাজিয়েছে পুরুলিয়া।