আবারও মেজাজ হারাতে দেখা গেল কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষকে। পুর এলাকায় বিজ্ঞাপন লাগানোর কাজ করছিলেন এক সংস্থার দুই কর্মী। তাঁদের নামিয়ে কলার ধরে পুলিশের হাতে তুলে দিলেন ওই তৃণমূল নেতা। তাঁর দাবি, বকেয়া টাকা না মিটিয়েই পুর এলাকা জুড়ে বিজ্ঞাপন লাগাচ্ছে ওই সংস্থা।
শনিবার কোচবিহার পুরসভা এলাকায় হোর্ডিং লাগানোর কাজ করছিলেন শিলিগুড়ির একটি বিজ্ঞাপন সংস্থার দুই কর্মী। ঘটনাচক্রে সেখানে পৌঁছান রবীন্দ্রনাথ। তিনি ওই দুই যুবককে শহরের মোড়ে কিয়স্কের উপরে হোর্ডিং লাগাতে দেখে ক্ষোভ প্রকাশ করেন। ওই দুই যুবকের উদ্দেশে তাঁকে বলতে শোনা যায়, ‘‘নাম। ধরো তো ওদের। চল থানায় চল।’’ এর পর ওই দুই যুবককে নামিয়ে তাঁদের কলার ধরে থানায় নিয়ে যান রবীন্দ্রনাথ। পুলিশ ওই দুই যুবককে আটক করেছে।
আরও পড়ুন- Mamata Banerjee : পঞ্চায়েতে টাকা মারলেই কড়া শাস্তি, নির্দেশ মুখ্যমন্ত্রীর
রবীন্দ্রনাথের অভিযোগ, বর্তমানে আদালতের নির্দেশে কোচবিহার পুরসভা এলাকায় বিজ্ঞাপনের হোর্ডিং লাগানো বন্ধ রয়েছে। তারপরেও কয়েকজন অবৈধভাবে পুর এলাকায় হোর্ডিং লাগাচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।