রবিবার হুগলি থেকে প্রার্থী করা হয়েছে রচনা বন্দ্যোপাধ্যায়কে। নিজের কেন্দ্রে যাওয়ার আগে সোমবার আচমকা বিধানসভায় তৃণমূল প্রাথী। রাজনৈতিক মহলের দাবি, হুগলি যাওয়ার আগে দলীয় বিধায়কদের সঙ্গে একবার কৌশল বৈঠক সেরে রাখলেন রচনা। বৈঠকে উপস্থিত ছিলেন সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলী মৈত্র-ও। কারণ তিনি জানেন, হুগলিতে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর লড়াই খুব ‘সহজ’ হবে না।
৫ বছর আগে, বঙ্গ রাজনীতিকে খানিক চমকে দিয়েই হুগলিতে বিজেপিকে জিতিয়েছিলেন লকেট। গত ৫ বছরে, তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকার পরেও বিজেপি ওই কেন্দ্রে লকেটের উপরেই দেখিয়ে আস্থা। প্রার্থী তালিকা ঘোষণার আগে থেকেই তৃণমূলের অন্দরে জল্পনা ছিল রচনার নাম ঘিরে।
তবে অনেকেই দাবি করেছিলেন তমলুক থেকে প্রার্থী হবেন টলিউডের এই অভিনেত্রী। কিন্তু শেষ মুহূর্তে, তাঁকে লকেটের বিরুদ্ধে দাঁড় করিয়েছে তৃণমূল। তাই প্রচার শুরুর আগে , হুগলির বিধায়কদের সঙ্গে একবার নিজেকে ঝালিয়ে নিলেন রচনা বন্দ্যোপাধ্যায়।