রাজ্যে শিল্পায়নের প্রশ্নে রচনার মুখে উঠে এসেছিল 'ধোঁয়া'-র প্রসঙ্গ । যা নিয়ে তৈরি হয় হাজারও মিম । ট্রোলের শিকার হন রচনা বন্দ্যোপাধ্যায় । এবার সেই ধোঁয়ার সামনেই দাঁড়িয়ে ট্রোলের জবাব দিলেন দিদি নম্বর ওয়ান । মিমি-এর জবাব দিলেন রিল বানিয়ে ।
বৃহস্পতিবার ইদের প্রচারে বেরিয়ে হঠাৎ মাঝ রাস্তায় ধোঁয়া দেখে দাঁড়িয়ে পড়েন রচনা । সঙ্গে সঙ্গে বানিয়ে ফেলেন একটি রিল । এদিন, রচনার ড্রেস থেকে চশমার ফ্রেম সবেতেই ছিল বাসন্তী রঙের ছোঁয়া । দেখা গেল, হলুদ পোশাক পরে দাঁড়িয়ে রচনা । পিছনে দেখা যাচ্ছে, কারখানার চিমনি থেকে ধোঁয়া বেরচ্ছে । সেদিকেই আঙুল তুলে দেখাচ্ছেন রচনা আর বলছেন,'আমাদের হুগলির ধোঁয়া। যে ধোঁয়া আমি সব সময় যাতায়াতের সময় দেখি। এটা কিন্তু সিগারেট-বিড়ির ধোঁয়া নয়, এটা হল মেশিনের ধোঁয়া!' ইতিমধ্যে সেই রিল ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ।
উল্লেখ্য, সম্প্রতি, সিঙ্গুরে প্রচার করতে বেরিয়ে হগলির বন্ধ কারখানা নিয়ে সংবাদমাধ্যমের প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন রচনা । তার জবাবেই রচনার বক্তব্যে উঠে এসেছিল ধোঁয়া প্রসঙ্গ । হুগলির তৃণমূল প্রার্থী বলেছিলেন, 'আমি যখন এলাম, তখন তো দেখলাম অনেক কারখানা হয়েছে। চিমনি থেকে শুধু ধোঁয়াই ধোঁয়া।' অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছিলেন,অনেক কলকারখানা হয়েছে । তাই এত ধোঁয়া । রচনার এই মন্তব্যের পর থেকেই ট্রোলের বন্যা বয়ে যায় । ধোঁয়া প্রসঙ্গে তুলে রচনাকে কটাক্ষ করতে ছাড়েননি বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় ।