লোকসভা ভোটের প্রচার শুরু করলেন হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee) । শনিবার ডাকাত কালীর মন্দিরে পুজো দিয়ে নির্বাচনী প্রচারের কাজ শুরু করলেন রচনা। সাংবাদিকদের, মুখোমুখি হয়ে রচনা জানান, ‘সারা ভারতবর্ষের মধ্যে সিঙ্গুর প্রথম আন্দোলনের জায়গা, যেখানে লড়াই শুরু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ লড়াই শুরু করলেন রচনা’ ।
প্রচারে নেমেই রচনা জানান, গত ৫ বছরে হুগলিতে কোনও উন্নয়ন হয়নি। তাই তাঁর হাতিয়ার হবে উন্নয়ন। প্রথম দিনেই, জয় নিয়ে ১০০% আশাবাদী হুগলির তৃণমূল প্রার্থী।
Lok Sabha 2024: ৭ দফায় বাংলা-বিহার-উত্তরপ্রদেশ! বাকি কোন কোন রাজ্যে ক'দফায় ভোট?
শেষে রচনার প্রতিশ্রুতি, “আমি চেষ্টা করব পশ্চিমবঙ্গের মানচিত্রে হুগলি জেলা সকলের উপরে থাকবে।”