যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রমৃত্যুর নেপথ্যে ব়্যাগিং । এবার একথা মেনে নিল বিশ্ববিদ্যালয়ের আভ্যন্তরীন তদন্ত কমিটি। এর আগে রাজ্য মানবাধিকার কমিশনের তদন্তকারী দলও জানায়, তারা যাদবপুরে গত ৯ অগাস্ট রাতে ব়্যাগিং হয়েছে, সেই প্রমাণ পেয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, কমিটির রিপোর্ট জমা দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের নয়া উপাচার্য বুদ্ধদেব সাউকে। তাতে বলা হয়েছে, ছাত্রমৃত্যুর ঘটনায় ব়্যাগিংয়ের ভূমিকা আছে। প্রশাসনিক ব্যর্থতার কথাও বলা হয়েছে ওই রিপোর্টে। কীভাবে হস্টেলের বারান্দা থেকে পড়ে গিয়েছিলেন ওই পড়ুয়া, তা আভ্যন্তরীণ কমিটির রিপোর্টে যদিও স্পষ্ট নয়।
গত ১৬ দিনে এখনও পর্যন্ত ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত সৌরভ চৌধুরীকে এদিন জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আলিপুরের আদালত। ধৃতদের মধ্যে অনেককেই দোষী বলে রিপোর্টে উল্লেখ করে বিশ্ববিদ্যালয়ের আভ্যন্তরীণ কমিটির তদন্তকারীরা।