রহড়া বিস্ফোরণকাণ্ডে(Rahara Blast Update) এবার চাঞ্চল্যকর দাবি মৃতের বাবার। পুলিশের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ মৃত শেখ সাহিলের বাবার।
জানা গেছে, ঘটনার পর ২৪ ঘন্টা কেটে গেলেও এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। গ্রেফতার করা তো দূর, তদন্ত এগিয়ে নিয়ে যেতেই পুলিশের(Rahara Police Station) অনীহা, অভিযোগ মৃতের পরিবারের। শুধু তাই নয়, মৃত শেখ সাহিলের বাবা শেখ আবুলকে মানসিকভাবে চাপ দেওয়া হচ্ছে বলেও অভিযোগ।
আরও পড়ুন- Bowbazar House Crack: ভাঙা পড়বে বউবাজারের ক্ষতিগ্রস্ত বাড়ি, শনিবার থেকেই ঘর ছাড়ার প্রস্তুতি শুরু
পরিবারের দাবি, তাঁদেরকে বারংবার জিজ্ঞাসা করা হচ্ছে এই বোমের(Bomb) ব্যবসা তারা কতদিন ধরে রয়েছেন। এই ঘটনায় পুলিশের তরফে তদন্ত প্রভাবিত করার অভিযোগ এনেছেন স্থানীয়রা। তাহলে কী বিশেষ কোনও ব্যক্তিকে বাঁচাতেই মৃতের পরিবারের ওপর এই চাপ তৈরি করছে পুলিশ, উঠেছে প্রশ্ন। যদিও এই ব্যাপারে পুলিশের(Police) কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।