বিজেপির বিরুদ্ধে তাঁর ন্যায় যাত্রা নিয়ে মালদহ থেকে মুর্শিদাবাদে এলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। উত্তরবঙ্গের কোচবিহার থেকে বাংলায় চলছে তাঁর এই যাত্রা। কিন্তু কোনও সময়ে সরাসরি জনসংযোগে দেখা যায়নি রাহুলকে। কিন্তু বৃহস্পতিবার মুর্শিদাবাদ আসতেই মানুষের সঙ্গে মিলে গেলেন কংগ্রেস নেতা।
ফরাক্কার একটি গ্রামে বিড়ি শ্রমিকদের সঙ্গে পাওয়া গেল রাহুল গান্ধীকে। তাঁদের মধ্যে বসেই শুনলেন সুখ, দুঃখের কথা। রাজনৈতিক মহলের মতে, বুধবার মালদহে গিয়ে জনসংযোগ করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার ২৪ ঘণ্টার মধ্যেই রাহুলকে পথে নামতে হল।
তবে কংগ্রেসের গড়ে আজ সবাই রাহুলের রাজনৈতিক ভাষণের দিকে আগ্রহী। এই কয়েকদিনে বাংলার পথ দেখানোর কথা বললেও, তৃণমূল সম্পর্কে কোনও কথা তিনি খরচ করেননি। এদিকে এদিন বহরমপুরে রাহুলের পদযাত্রায় থাকবেন বাম নেতা মহম্মদ সেলিম এবং সুজন চক্রবর্তী।