প্রায় ৮ ঘণ্টা কেটে গেলেও এখনও মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বোলপুরের বাড়িতে তল্লাশি চালাচ্ছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। গোটা বাড়ি ঘিরে রেখেছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। সূত্রের খবর, প্রথমে, বোলপুরের বাড়িতে ছিলেন না মন্ত্রী। তারপর সেখানে পৌঁছন তিনি।
কী ঘটেছে?
ED-র হানা দেওয়ার পরেই মন্ত্রীর বাড়ির আশপাশে ভিড় জমাতে শুরু করেন স্থানীয় বাসিন্দা এবং তৃণমূলের কর্মী সমর্থকরা। যদিও সেই সময় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা লাঠি উঁচিয়ে তেড়ে যান।
সূত্র মারফত জানা গিয়েছে, নিয়োগ দুর্নীতি মামলায় ধৃতদের জেরা করার সময় চন্দ্রনাথ সিনহার নাম উঠে আসে। সেকারণেই তাঁর বাড়িতে তল্লাশি চালায় ED।