রায়গঞ্জের মহিলা খুনের ঘটনায় মূল অভিযুক্তকে শনাক্ত করেছে পুলিশ । শুধুমাত্র চুরির জন্য ওই মহিলাকে গলা কেটে খুন করা হয়নি বলেই মনে করছে পুলিশ। প্রাথমিক তদন্তের পর পুলিশের ধারনা, খুনি ওই মহিলার পূর্ব-পরিচিত। এই খুনের পিছনে রয়েছে অন্য কোনও কারণ। যদিও কি এই কারণ তা এখনই খোলসা করে বলতে নারাজ।
রায়গঞ্জের মহিলা খুনের কয়েক ঘন্টার মধ্যেই তদন্তকারীদের হাতে উঠে এসেছে নতুন তথ্য। ডিসিপি ইয়াং তামাং জানিয়েছেন, এই খুনের ঘটনায় মূল অভিযুক্তকে শনাক্ত করা গিয়েছে। তবে, চুরির জন্য এই খুন করা হয়নি। যত তাড়াতাড়ি সম্ভব রহস্য ভেদ করে খুনকে গ্রেফতার করবে পুলিশ।
সুপ্রিয়া দত্ত নামে বছর এক বছর চল্লিশের মহিলা খুনে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার বিকেলে রায়গঞ্জের রবীন্দ্রপল্লী এলাকায় ঘটনাটি ঘটে। মৃতের পরিবার জানিয়েছেন, মহিলা বাড়িতে একাই ছিলেন।
শুক্রবার বিকালে বাড়িতে ঢুকে মাকে ঘরে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে আঁতকে ওঠে ছেলে। তার চিৎকার-চেঁচামেচিতে ছুটে আসে পড়শিরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। ৪১ বছরের মহিলার ছেলের দাবি, সে এক আত্মীয়ের বিয়ের জন্য টাকা ও গয়না তুলতে ব্যাঙ্কে গিয়েছিল। এরপরে তদন্তে নেমে অভিযুক্তকে শনাক্ত করে পুলিশ।