যত দ্রুত সম্ভব পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। আহতদের চিকিৎসার সবরকম ব্যবস্থা করা হয়েছে। উত্তরবঙ্গ হাসপাতালে পৌঁছে একথা জানালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন রেলমন্ত্রী। তারপর সেখান থেকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে পৌঁছন তিনি। সেখানে আহতদের সঙ্গে দেখা করেন। প্রত্যেকের স্বাস্থ্য নিয়ে খোঁজখবর নেন তিনি।
কেন্দ্রীয় রেলমন্ত্রী বলেন, "দুর্ঘটনাস্থল দেখে এসেছি। এখন আহতদের সঙ্গে দেখা করলাম। ডাক্তার,NDRF, SDRF, রেলের কর্মীরা এবং গ্রামবাসীরা দ্রুত উদ্ধারকাজ সম্পন্ন করেছে। এখন সবার নজর রয়েছে যত দ্রুত সম্ভব উদ্ধারকাজ সম্পন্ন করে পুনরায় পরিষেবা চালু করা। তদন্ত ইতিমধ্যে শুরু হয়েছে। সমস্ত তথ্য খতিয়ে দেখা হচ্ছে। ক্ষতিপূরণের অর্থ যাতে দ্রুত বণ্টন করা যায় সেদিকেও নজর রয়েছে। জেলা প্রশাসন থেকে জানা গিয়েছে মৃতের সংখ্যা ৮ জন।"