উত্তরবঙ্গের (Norh Bengal) তিন জায়গায় ১২ ঘণ্টার রেল রোকো কর্মসূচির জেরে চূড়ান্ত দুর্ভোগে যাত্রীরা। কামতাপুর প্রোগ্রেসিভ পার্টি যৌথমঞ্চের ডাকে রেল রোকো (Rail Roko) চলছে কোচবিহার, জলপাইগুড়ি ও মালদায় । রীতিমতো বিপর্যস্ত রেল পরিষেবা।
শিয়ালদাগামী ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দাঁড়িয়ে রয়েছে ময়নাগুড়িতে। জলপাইগুড়ি রোড স্টেশনে দাঁড়িয়ে আছে আপ ব্রহ্মপুত্র এক্সপ্রেস। ধূপগুড়িতে দাঁড়িয়ে আছে ডাউন অবধ-অসম এক্সপ্রেস। রেল রোকো কর্মসূচির জেরে চূড়ান্ত দুর্ভোগে যাত্রীরা, জল-খাবার মিলছে না।
Deepika Padukone in WC Final: বিশ্বকাপের ফাইনালে দীপিকা পাডুকোন, ট্রফি উন্মোচন করতে পারেন অভিনেত্রী
নিউ কোচবিহার, গুমানি হাট, ঘোকসাডাঙা স্টেশনে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী ।