এনজেপি স্টেশনের মুখে লাইনচ্যুত পার্সেল ভ্যান (Parcel Train Derailed) । জানা গিয়েছে, এনজেপি স্টেশন (NJP) থেকে কলকাতাগামী দূরপাল্লার লাইনে একটি পার্সেল ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয় । ঘটনার জেরে একাধিক যাত্রীবাহী ট্রেন আটকে যায় । বিপর্যস্ত হয়ে পড়ে রেল পরিষেবা (Rail Service Disrupted) ।
কীভাবে এই ঘটনা ? জানা গিয়েছে, শুক্রবার রাত ৯টা নাগাদ ভুল সিগনালের কারণেই ইঞ্জিনটি ডেড লাইনে ঢুকে পড়ে । তবে পুরোটাই অনুমান করা হচ্ছে । এই নিয়ে এখন তদন্ত চলছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ । খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় রেলের উচ্চপদস্থ আধিকারিক ও অ্যাক্সিডেন্টাল রিলিফ ট্রেন । তড়িঘড়ি রেলের ইঞ্জিনটিকে লাইনে তোলার কাজ শুরু করা হয় ।
আরও পড়ুন, Delhi Fire Update : দিল্লির অগ্নিকাণ্ডে গ্রেফতার ২, শোকপ্রকাশ মোদী-মমতার
ঘটনার জেরে কলকাতা থেকে এনজেপিগামী একাধিক ট্রেন রাঙাপানি রেল স্টেশনের কাছে আটকে যায় । রেল সূত্রে খবর, আপ বেঙ্গালুরু, আপ জয়পুর এক্সপ্রেস আটকে পড়ে । বেশ কিছুক্ষণের জন্য থমকে যায় রেলের ইঞ্জিন ।