বনগাঁ-শিয়ালদহ ট্রেন চলাচল ব্যাহত । মছলন্দপুর ও সংহতি স্টেশনের মাঝে আপ লাইন বসে গিয়েছে বলে রেল সূত্রে খবর । যার জেরে এই রুটে আপাতত আপ ও ডাউন ট্রেন চলাচল বন্ধ রয়েছে । ব্যস্ততম সময়ে ট্রেন পরিষেবা ব্যাহত হওয়ায় সমস্যায় পড়ে গিয়েছেন যাত্রীরা ।
রেল সূত্রে খবর, শেষ ৮ টা ৮ মিনিটের বনগাঁ-শিয়ালদহ লোকাল চলে যাওয়ার পরই সমস্যা দেখা যায় । আপ লাইন বসে যায় । বৃষ্টির জেরে লাইন বসে গিয়েছে বলে খবর । সকাল ৮টার পর শেষ পাওয়া খবর অনুযায়ী বনগাঁ-শিয়ালদহ ডাউন ও শিয়ালদহ-বনগাঁ আপ ট্রেন চলেনি । যদিও, হাবড়া-শিয়ালদহ, দত্তপুকুর-শিয়ালদহ রুটের আপ ও ডাউন ট্রেন চলছে । কিন্তু, বনগাঁ-শিয়ালদহ রুটে পরিষেবা কখন স্বাভাবিক হবে তা জানা যায়নি ।
রেল সূত্রে খবর, লাইন মেরামতির কাজ শুরু হয়েছে এবং দ্রুত সমস্যা মিটে যাবে বলে আশ্বাস দেওয়া হয়েছে ।