রেলের বিরুদ্ধে বিক্ষোভ। বীরভূমে মুরারই স্টেশনে আটকে একাধিক ট্রেন। রবিবার সকালে এই ঘটনার জেরে একাধিক স্টেশনে যাত্রিভোগান্তি। বিক্ষোভের জেরে দাঁড়িয়ে পড়ে হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস। আড়াই ঘণ্টা কেটে গেলেও বিক্ষোভ ওঠেনি।
ট্রেনের স্টপেজ বৃদ্ধি সহ একগুচ্ছ দাবি নিয়ে মুরারই স্টেশনে রেললাইনে বসে বিক্ষোভ শুরু করে আন্দোলনকারীরা। নিত্যযাত্রীদের একটি সংগঠন মুরারই নাগরিক কমিটি এই আন্দোলন সংগঠিত করেছে। এই অবরোধে বন্দে ভারত এক্সপ্রেস আটকে পড়ে নলহাটি স্টেশনে। মুরারই স্টেশনে দাঁড়িয়ে পড়ে সাহেবগঞ্জ-রামপুরহাট প্যাসেঞ্জার ট্রেন।
আরও পড়ুন:বেহালার পর নদিয়ার পলাশিপাড়া, পথ দুর্ঘটনায় মৃত্যু ক্লাস ফোরের পড়ুয়ার
এদিকে মুরারই স্টেশনে প্যানেল রুমের দায়িত্বে থাকা এক রেলকর্মীকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে এক তৃণমূল নেত্রীর বিরুদ্ধে। সদ্য পঞ্চায়েত নির্বাচনে জিতেছেন ওই নেত্রী। রবিবার রেলকর্মীর ঘরে ঢুকে তার চেয়ার ফেলে দেন বলে অভিযোগ।