শুক্রবার ময়নাগুড়িতে (Maynaguri) রেল দুর্ঘটনাস্থল পরিদর্শনে আসেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw)। সঙ্গে ছিলেন আলিপুরদুয়ারের সাংসদ(MP) তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লা(John Barla)। সকালেই হাওড়া (Howrah) থেকে বিশেষ ট্রেনে দুর্ঘটনাস্থলে আসেন কেন্দ্রীয় রেলমন্ত্রী (Railway Minister) সহ ভারতীয় রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। বৃহস্পতিবারের এই ট্রেন দুর্ঘটনায় এখনও পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯।
শুক্রবার দুর্ঘটনাস্থলে পৌঁছে মৃত এবং আহতদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (AShwini Vaishnaw)। এর পাশাপাশি দুর্ঘটনার কারণ খতিয়ে দেখার জন্যই যে তাঁর ময়নাগুড়ি আসা, তাও স্পষ্ট করেছেন রেলমন্ত্রী। গোটা পরিস্থিতির উপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) নজর রয়েছে বলেও জানিয়েছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী।
বৃহস্পতিবার বিকেলে উত্তরবঙ্গের(North Bengal) দোমোহানিতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা (Train Accident) ঘটে। ইতিমধ্যেই বিকানের এক্সপ্রেসের(Bikanir Express) ক্ষতিগ্রস্ত আটটি কামরাকে সরিয়ে ফেলা হয়েছে। আপাতত রেললাইন পরিষ্কারের কাজ চলছে। আহতদের চিকিৎসা চলছে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ, জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল, ও ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে।