টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গের জনজীবন। জলপাইগুড়ির ডুয়ার্সের বানারহাট, বিন্নাগুড়ি-সহ একাধিক এলাকায় হড়পা বান এসেছে। হাতিনালা নদীর জল ঢুকে প্লাবিত এস এম কলোনি, নেতাজি পাড়া, গয়েরকাটা-সহ একাধিক এলাকা। ধূপগুড়ি, বানারহাট, নাগরাকাটা, মেটিলি, মাল- সব জায়গাতেই একই অবস্থা।
জলপাইগুড়ি জেলার সবকটি নদী ফুলে ফেঁপে উঠেছে। বানারহাটের অনেক বাড়িতে জল ঢুকতে শুরু করেছে। জেলা প্রশাসন জানিয়েছে, পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। মোকাবিলার জন্য প্রস্তুত তাঁরা।