'আজ শ্রাবণের বাতাস বুকে'... তীব্র দাবদাহের প্রাণ ওষ্ঠাগত হওয়ার জোগাড় হয়েছিল বঙ্গবাসীর। রোদের দাপটে পুড়ে খাঁক হয়ে যাচ্ছিল দুপুরের পর দুপুর৷ অবশেষে স্বস্তির বার্তা দিল হাওয়া অফিস। শুক্রবার সকাল থেকেই, আকাশে রোদের তেজ কম। আগুনে হাওয়া থেকেও মিলছিল মুক্তি। এরমধ্যেই আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, শুক্র বিকেল থেকেই বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ দক্ষিণ বঙ্গের বেশ কিছু জেলা। বিকেলেই বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিতে মিলতে পারে সাময়িক আরাম।
হাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার বিকেলে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। শনিবার দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবি এবং সোমবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।