শুক্রবার সকাল থেকেই কলকাতাসহ(Kolkata) দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুরু হয় বৃষ্টিপাত(Rain)। আবহাওয়া দফতর(Weather Department) জানিয়েছে, আগামী কয়েকঘন্টা বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে রাজ্যজুড়ে।
জানা গেছে, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত(Rain Forecast) হবে। ইতিমধ্যে বৃষ্টি(Rain) শুরু হয়ে গিয়েছে হাওড়া, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, হুগলি, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে।
আরও পড়ুন- West Bengal Weather Update: সরস্বতী পুজোর আগে উধাও শীত, সঙ্গে আকাশের মুখ ভার
আলিপুর আবহাওয়া দফতর(Alipore Weather Department) সূত্রে খবর, দক্ষিণবঙ্গের জেলাগুলির পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারি বৃষ্টিপাতের(Heavy Rain Forecast) সম্ভাবনা রয়েছে। এদিকে, সরস্বতী পুজোর আগেই শীত প্রায় উধাও। শুক্রবার কলকাতার(Kolkata) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে চার ডিগ্রি কম। আলিপুর আবহাওয়া দফতর(Alipore Weather Department) আগাম জানিয়ে দিয়েছিল যে, সরস্বতী পুজোর(Saraswati Puja) দিন বৃষ্টি হবে। যদিও বেলা বাড়লে আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।