রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে । যা নিয়ে তোলপাড় রাজ্য-রাজনীতি । কী ঘটেছিল সেদিন ? ঘোষণা মতোই বৃহস্পতিবার সিসিটিভি ফুটেজ সামনে আনলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । দেখানো হল ১ ঘণ্টা ১৯ মিনিটের ফুটেজ । রাজভবনের তরফে দু'টি ভিডিও প্রকাশ্যে আনা হয়েছে । ভিডিও দু'টিই রাজভবনের মেন গেট ও নর্থ গেটের । রাজভবনের অন্দরের কোনও ফুটেজ দেখানো হয়নি ।
রাজভবনের তরফে মোট তিনটি ধাপে ফুটেজ প্রকাশ্যে আনা হয়েছে । বিকেল ৫টা ৩১ মিনিট থেকে ৬.৪১ মিনিট পর্যন্ত ফুটেজ দেখিয়েছে রাজভবন । ফুটেজে দেখা যাচ্ছে ৫.৩২ মিনিটে পুলিশের রুমের দিকে যাচ্ছেন অভিযোগকারিণী । পরে ৫.৪০ মিনিট নাগাদ পাশের একটি রুমে যেতে গিয়েছে অভিযোগকারিণীকে । রাজভবনের ভিতরের ফুটেজ বা রাজ্যপাল, কাউকেই দেখা যায়নি ।
রাজভবনের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছিল, ওই দিনের সিসিটিভি ফুটেজ দেখানো হবে । মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর পুলিশ ছাড়া আমজনতা দেখতে পাবে ওই ফুটেজ । বিবৃতিতে আরও জানানো হয়েছিল,ফুটেজ দেখার জন্য মেইল বা ফোন নম্বরে আবেদন করতে হবে । প্রথম ১০০ জনকে ওই ফুটেজ দেখানো হবে । জানা গিয়েছে, বৃহস্পতিবার যাঁরা রাজভবনে ফুটেজ দেখতে চেয়েছিলেন, তাঁদের মধ্যে অধিকাংশই ছিলেন সাংবাদিক। এ ছাড়া দু’এক জন বাইরের লোক ছিলেন।