রাজারহাটের (Rajarhat) অভিজাত অবসান থেকে ভিন রাজ্যের যুবতীর ঝুলন্ত দেহ উদ্ধার। পেশায় বার ড্যান্সার (Bar Dancer) ওই যুবতীর রহস্য মৃত্যুর ঘটনায় লিভ ইন পার্টনার মহেশপ্রসাদ জয়সওয়ালকে আটক করেছে নারায়নপুর থানার পুলিশ।
জানা গিয়েছে দীর্ঘ ছ'বছর ধরে মহেশপ্রসাদ নামে ওই ব্যক্তির সঙ্গে লিভ ইন করতেন পাঞ্জাব জলন্ধরের যুবতী স্বেতা রানি। ওই আবাসনেরই ফাইভ-জি ফ্ল্যাট থেকে স্বেতার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তাঁকে উদ্ধার করে বাগুইআটি ভিআইপি রোডের এক বেসরকারি হাসপাতালে নিয়ে আসেন মহেশ। চিকিৎসকরা স্বেতাকে মৃত বলে ঘোষণা করলে হাসপাতাল থেকে পালানোর চেষ্টা করেন ওই যুবক। হাসপাতাল কর্তৃপক্ষ বাগুইআটি থানায় খবর দেয়। পুলিশ গিয়ে তাঁকে আটক করে।
আরও পড়ুন- জরিমানার অঙ্কে রাজকোষে স্বস্তি, এখনও বেপরোয়া গতিতে অস্বস্তিতে পুলিশ
হাসপাতাল সূত্রের খবর, যুবতী ঠোঁট ফাটা। হাতের তালুতে ছিল রক্তের দাগ। দেহ ময়না তদন্তের জন্য আরজিকর হাসপাতালে পাঠানো হয়েছে। খবর দেওয়া হয়েছে পরিবারকে। রহস্য মৃত্যুর তদন্তে নেমেছে পুলিশ।