রাজু ঝা খুনের তদন্তে সিটের বড়সড় সাফল্য। ২ জনকে গ্রেফতার করল বিশেষ তদন্তকারী দল। ধৃতদের নাম মুকেশ কুমার ও পবন কুমার। দুই ধৃতই বিহারের বৈশালীর বাসিন্দা। বুধবার পবনকে গ্রেফতার করে সিট। মুকেশ আবগারি সংক্রান্ত মামলায় আগেই জেলবন্দি ছিল।
বর্ধমানের সিজিএম আদালতে মুকেশ কুমারকে জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করে সিটের তদন্তকারীরা। সূত্রের খবর, খুনে জড়িত থাকার কথা স্বীকার করেছে দুই ধৃত। তাঁদের জিজ্ঞাসাবাদ করে আরও কয়েকটি নাম পাওয়া গিয়েছে। বৈশালীর হাজিপুর সিজিএম আদালতে পেশ করা হয় দুই ধৃতকে। ট্রানজিট রিমান্ডের আবেদন করে সিট। ৪৮ ঘণ্টার মধ্যে দুই ধৃতকে রাজ্যে আনার নির্দেশ দেয় আদালত। বুধবার বর্ধমানের আদালতে পেশ করা হয় তাদের। বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয় তাদের।
আরও পড়ুন: বিদেশে ক্রেডিট কার্ডের মাধ্যমে খরচ করলে কাটা যাবে না অতিরিক্ত কর, জানিয়ে দিল অর্থমন্ত্রক
ধৃতদের শনাক্তকরণের জন্য টিআই প্যারেড করা হবে। মুকেশের একটি মোবাইল সিট বাজেয়াপ্ত করেছে। প্রসঙ্গত গত ১ এপ্রিল শক্তিগড় এলাকায় ল্যাংচা হাবের কাছে দুষ্কৃতীদের গুলিতে খুন হয় কয়লা কারবারি রাজু ঝাঁ।