খালি ওষুধের পাতা, নারকেল ছোবড়া কিংবা পেনের রিফিল। কোনও কিছুই ফেলনা নয়। কারণ তা দিয়েই অভিনব রাখি তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে বাঁকুড়ার পোদ্দার পরিবার।
সারা বছর ধরে বিভিন্ন রকমের জিনিসপত্র জড়ো করেন এই পরিবারের সদস্যরা। আর রাখির আগে এসব দিয়েই স্বামী, স্ত্রী এবং ছেলে, মেয়ে সকলে মিলে রাখি প্রস্তুত করার কাজে লেগে পড়েন।
পোদ্দার পরিবারের তৈরি করা রাখি প্রতি বছরেই বিভিন্ন সংস্থার হাতে বিনামূল্যে তুলে দেওয়া হয়। চলতি বছরেও এর অন্যথা হবে না। সম্পূর্ণ অব্যবসায়িক পদ্ধতিতে এই কাজ করা হয়।
পরিবারের তরফে জানানো হয়েছে, এই পরিবারের সদস্য প্রয়াত দেওকী নন্দন পোদ্দার ১৮ বছর আগে মাত্র আড়াইশো রাখি দিয়ে অনুশীলন সমিতির সঙ্গে বাঁকুড়া শহরে রাখিবন্ধন অনুষ্ঠান শুরু করেছিলেন।
এই প্রথা আজও চলে আসছে। প্রতিবছর বাড়তে থাকে রাখির সংখ্যা। চলতি বছরে ইতিমধ্যেই প্রায় চার হাজার রাখি তৈরী করা হয়েছে। এখনও চলছে রাখি তৈরির কাজ।
প্রতি বছর এই রাখীর মাধ্যমে সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়া হয়। ২০২৪ সালে রাখিতে, 'একটি গাছ একটি প্রাণ' বা, 'গাছ লাগান প্রাণ বাঁচান' এবং 'রক্তদান মহান দান'-এর মতো সামাজিক বার্তা দেওয়া হয়েছে।