প্রযুক্তি নির্ভর জীবন থেকে ক্রমশ হারিয়ে যাচ্ছে লোকশিল্পের কদর। হারানো শিল্পকে ফিরিয়ে আনতে অভিনব উদ্যোগ বিষ্ণুপুরে (Bishnupur)। সুপ্রাচীন দশাবতার তাস শিল্প ফুটে উঠল হাতের রাখিতে (Rakhi)।
মল্লরাজাদের প্রাচীন শহর বিষ্ণুপুর হস্তশিল্পের নগর নামেই পরিচিত ছিল এক সময়ে। ইতিহাস বলে, মল্লরাজা বীর হাম্বিরের সময়ে দশাবতার তাস খেলা রীতিমতো জনপ্রিয় ছিল মল্লরাজ দরবারে, সেই সূত্রেই ওই শিল্পের রমরমাও হয়। তবে সময়ের সঙ্গে সঙ্গে সেই শিল্প বিলুপ্তপ্রায়।
Rakhi Purnima: যীশু খ্রিষ্টের জন্মের ৩২৬ বছর আগেও ছিল রাখি পরানোর চল, জানেন?
তবে ক্ষয়ে আসা সময়ের গল্পকেও তো বাঁচিয়ে রাখতে চান কেউ কেউ। বিষ্ণুপুরের হাতে গোনা কয়েকজন শিল্পীর হাত ধরে বংশ পরম্পরায় টিকে রয়েছে দশাবতার তাস শিল্প। তেমনই এক শিল্পী চকবাজারের শিল্পা সূত্রধর দশাবতার তাসকে রাখির ওপর ফুটিয়ে তুলছেন পরম যত্নে। বিষ্ণুপুরের বাসিন্দারাও শিল্পীর এমন উদ্যোগে অভিভূত।