লোকসভা নির্বাচনের প্রথম দফার ঠিক দু'দিন আগেই রামনবমী। অতীতে হাওড়া রামনবমী মিছিলের অশান্তির কথা মাথায় রেখে এবার মিছিল নিয়ে কড়া হাওড়া পুলিশ। এমনকি বাড়তি নজরদারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মোতায়েন করা হবে প্রায় ৫ হাজার পুলিশ। বাড়তি নিরাপত্তায় ডাকা হতে পারে বাহিনীকে।
জানা গিয়েছে, অশান্তি এড়াতে রামনবমীর মিছিলের উপর ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হবে। যে সব এলাকা দিয়ে মিছিল যাবে, সব এলাকায় বাড়তি নজরদারির ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও অশান্তি এড়াতে বহুতল থেকে নজরদারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কলকাতা হাইকোর্ট রামনবমীর মিছিলের অনুমতি দিলেও অশান্তি এড়াতে বেশ কিছু শর্ত দিয়েছে আদালত। এই শর্ত অনুযায়ী, অস্ত্র–ডিজে রামনবমীর মিছিলে ব্যবহার করা যাবে না। কোনও উস্কানিমূলক মন্তব্য কড়া যাবে না।