পুলিশি হেফাজতের পর এবার সিবিআই হেফাজত(CBI Custody)। ভাদু শেখ খুনে (Bhadu Seikh Murder) অভিযুক্তদের চার দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিল আদালত। সেরা শেখ, নুর ইসলাম, রাজা শেখ, সফিকুল শেখ এবং ভাসান শেখকে আগেই গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পর ১৪ দিনের পুলিশি হেফাজতে ছিলেন তাঁরা। শনিবারই সেই পুলিশ হেফাজত সম্পূর্ণ হয়েছে। ধৃতদের রামপুরহাট মহকুমা আদালতে তোলা হলে চারদিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেন বিচারক।
প্রসঙ্গত উল্লেখ্য, তৃণমূলের উপপ্রধান খুনের তদন্ত সিবিআইকে দিয়েছে কলকাতা হাইকোর্ট (Kolkata High Court)। সেই মতো ধৃত অভিযুক্তদের নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত করতে চেয়ে আদালতে আবেদন জানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই আবেদনের পরিপেক্ষিতে তাঁদের চার দিনের সিবিআই হেফাজতের(CBI Custody) নির্দেশ দিলেন রামপুরহাট মহকুমা আদালতের অতিরিক্ত মুখ্য ও দায়রা বিচারক।
গত ২১ মার্চ রামপুরহাটের বগটুই গ্রামে বোমা মেরে খুন করা হয় বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান ভাদু শেখকে। সেই রাতেই বগটুইয়ে (Bagtui Genocide) একের পর এক বাড়ি জ্বালিয়ে দেওয়ার ঘটনা ঘটে। মৃত্যু হয় ১০ জনের। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক চাপানউতর তৈরি হয় রাজ্যে। পরবর্তীতে মুখ্যমন্ত্রীর নির্দেশে বগটুই কাণ্ডের তদন্তভার যায় বিশেষ তদন্তকারী দলের হাতে। তবে শুক্রবার বগটুই কাণ্ডের মতো তৃণমূল নেতার খুনের তদন্তভারও সিবিআইয়ের হাতে তুলে দিয়েছে কলকাতা হাই কোর্ট। তার পর সংশ্লিষ্ট মামলায় জেরার জন্য ধৃতদের নিজেদের হেফাজতে নিতে আবেদন করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।