রামপুরহাটের (Rampurhat) বগটুই (Bagtui) গ্রামে অগ্নিকাণ্ডের পর মৃতদের দেহ শনাক্ত করেছিলেন আলাউদ্দিন শেখ নামে এক ব্যক্তি। নিজেকে মৃতদের দূর সম্পর্কের আত্মীয় বলে পরিচয় দেন তিনি। কিন্তু এই আলাউদ্দিনকে চিনতেই পারছেন না মৃতদের পরিজনেরা।
মৃতদের আত্মীয় বলে পরিচয় দেওয়া মিহিরাল শেখ এবং বানিরুল শেখের দাবি, মৃতদের সঙ্গে আলাউদ্দিনের কোনও সম্পর্কই নেই। তাঁদের প্রশ্ন, সম্পূর্ণ পুড়ে যাওয়া মৃতদেহ কী ভাবে শনাক্ত করা হল! কেনই বা তাড়াহুড়ো করে দেহ সমাধিস্থ করা হল!
আরও পড়ুন: Rampurhat: রামপুরহাটের বগটুই গ্রামে বিজেপির আগেই বামেরা, দোষীদের শাস্তি চান সেলিম
মৃতদের পরিবারের অভিযোগ, তাঁরা বার বার পুলিশ ও পঞ্চায়েত প্রধানকে ফোন করে দেহ চান৷ কিন্তু তাঁদের বদলে আলাউদ্দিন নামে ওই ব্যক্তিকে দিয়ে দেওয়া হয়।