Birbhum Violence: এখনও থমথমে বীরভূমের বগটুই, রামপুরহাটের হত্যাকাণ্ডে উত্তাল রাজ্য রাজনীতি

Updated : Mar 30, 2022 21:54
|
Editorji News Desk

পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখকে খুনের ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে রামপুরহাটের বগটুই (Birbhum Violence)। পালটা হিংসায় অগ্নিকাণ্ডে মৃত্যু হয় মোট ৯ জনের। হত্যাকাণ্ডের (Genocide) পর এক সপ্তাহ কেটে গিয়েছে। এই এক সপ্তাহে জল অনেকদূর গড়িয়েছে। এখনও থমথমে রামপুরহাটের অখ্যাত গ্রাম বগটুই (Bogtui Rampurhat Violence)। 

বিজেপির রিপোর্ট জমা দেওয়া নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দার্জিলিং (Darjeeling) থেকে জানান, সিবিআইকে সহযোগিতা করছে রাজ্য। কিন্তু বিজেপির (BJP) এসব রিপোর্ট তদন্তকে প্রভাবিত করবে, দুর্বল করবে। নাম না করে বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মন্ডলকে (Anubrata Mondal) গ্রেফতার করার ছক করা হচ্ছে বলেও অভিযোগ মুখ্যমন্ত্রীর।

আরও পড়ুন: টাকা নিয়ে বিবাদের জেরেই হত্যাকান্ড, বগটুই কাণ্ডে রিপোর্টে উল্লেখ বিজেপির প্রতিনিধি দলের

বগটুই কাণ্ডে সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে (JP Nadda) রিপোর্ট জমা দিল বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল। রিপোর্টে রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি নিয়ে উল্লেখ করেছে বিজেপি।

সকাল থেকেই বগটুইয়ে বাড়ি ঘুরে ঘুরে তথ্য সংগ্রহ করেন সিবিআই (CBI) আধিকারিকরা। কীভাবে ৯ জনের মৃত্যু হয়, তা নিয়ে আরও তথ্য সংগ্রহ করে তদন্তকারী দল।  

স্বাভাবিক ছন্দে ফিরলেন চা-দোকানের মালিক মকসুদ। গত ২১ মার্চ তাঁর দোকানের সামনেই বোমা মেরে হত্যা করা হয় তৃণমূল নেতা ভাদু শেখকে (TMC Leader Murder)। এতদিন আতঙ্কে দোকান খোলেননি তিনি। কিন্তু পেটের টান আর কতদিন উপেক্ষা করবেন! অবশেষে বুধবার চায়ের দোকান খুললেন মকসুদ।

সাতদিন হাসপাতালে লড়াই করার পর বগটুই কাণ্ডে প্রাণ হারিয়েছেন নাজিমা বিবি (Najima Bibi)। জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের দাবি, টিভি ফেটেই আহত হয়েছেন তিনি। সেই তত্ত্ব ওড়ালেন নাজিমার স্বামী শেখলাল শেখ। জানালেন, টিভি বিস্ফোরণ হয়ে আগুন লাগেনি বাড়িতে।

গত চারদিনে বীরভূমের একাধিক এলাকা থেকে উদ্ধার হয়েছে প্রায় ৪০০ বোমা। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই বেআইনি অস্ত্র ও বোমা উদ্ধার অভিযানে নেমেছে পুলিশ। বুধবারও বেশ কিছু বোমা উদ্ধার হয়।

আরও পড়ুন: তৃণমূল উপপ্রধান ভাদু শেখের খুনের ঘটনায় গ্রেফতার আরও ৩

জানা গিয়েছে, বগটুই হত্যা কাণ্ডে এবার বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠীকেও (Nagendra Nath Tripathy) জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই। ইতিমধ্যেই রামপুরহাট থানার আইসি ত্রিদীপ প্রামাণিক ও এসডিপিও সায়ন আহমেদকে কয়েক দফা জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই।

ভাদু শেখ হত্যাকাণ্ডে আরও তিনজনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের ১০দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে রামপুরহাট আদালত।

Anubrata MandalBirbhum GenocideBirbhum ViolenceMamata Banerjeerampurhat violenceWest BengalBhadu Sheikh

Recommended For You

editorji | লোকাল

West Bengal Weather Update: ডিসেম্বরে উধাও শীত, নিম্নচাপের জেরে সপ্তাহান্তে বৃষ্টি, বড়দিন কি মাটি?

editorji | লোকাল

West Bengal Weather Update: শীতের আমেজ কার্যত গায়েব, চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, বড়দিনের ছুটিতে বৃষ্টি?

editorji | লোকাল

Tarapith Mandir: তারাপীঠ মন্দির দর্শনের নতুন নিয়ম চালু, না জানলে বিপদে পড়বেন আপনি

editorji | লোকাল

Firhad Hakim: ফিরহাদের বিতর্কিত মন্তব্য! সমর্থন নয়, জানাল তৃণমূল কংগ্রেস

editorji | লোকাল

Krishnanagar Bori Gram : নদিয়ার বড়িগ্রাম, শীত এলে আজও গাঁয়ের মেয়ে-বউরা যত্ন করে বড়ি দেন