সপ্তাহের প্রথম দিনই বিঘ্নিত শিয়ালদহ-রানাঘাট পরিষেবা। তৃতীয় লাইন চালু করার কাজ আগেই সম্পূর্ণ হয়েছে। কিন্তু দুর্ভোগে রাশ টানা যায়নি। সোমবার অফিস যাওয়ার মুখে সমস্যায় পড়লেন নিত্যযাত্রীরা। সকাল থেকে সব ট্রেনই দেরিতে চলছে। রেলসূত্রে খবর, সোমবার বিকেলের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে।
কল্যাণী ও নৈহাটি স্টেশনের মাঝে রেলের ইন্টারলকিং সিস্টেম, দ্বিতীয় রেল লাইন ও অটো সিগন্যালের কাজ শুরু হয়েছে। রেল সূত্রে খবর, ১৪-১৯ মার্চ দৈনিক গড়ে প্রায় ২১ জোড়া ট্রেন বাতিল করেছিল পূর্ব রেল। সোমবার যাত্রীদের অভিযোগ, সকাল সাড়ে সাতটার ডাউন রানাঘাট প্রায় ঘন্টাখানেক দেরিতে ছেড়েছে। সকাল ৭টা ২৫ মিনিটে ডাউন শান্তিপুর লোকালও দেরি করে ছেড়ে। যার ফলে ভোগান্তির শিকার হয়েছেন যাত্রীরা।
রেলসূত্রে খবর, তৃতীয় লাইন ও সুরক্ষা নিয়ে ব্যবস্থাপনা সোমবারই খতিয়ে দেখবে রেলের সেফটি কমিশনার। লাইন পরীক্ষার পর ছাড়পত্র দিলে ট্রেন চালানোয় বাধা থাকবে না।