কার্যত একার কৃতিত্বে ডাকাতদলকে ধরাশায়ী করেছিলেন তিনি গত মঙ্গলবার। যে ঘটনার ভিডিয়ো ইন্টারনেটে ভাইরাল (Viral video) হয়ে যাওয়ার পর নেটিজেনরা প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন রানাঘাট থানার (Ranaghat Police Station) এএসআই রতন রায়। তাঁর এই কৃতিত্বের জন্য ‘পুলিশ দিবস’-এ সংবর্ধিত হলেন তিনি। যদিও, সংবর্ধিত হয়েও খুব বেশি আপ্লুত নন রতন রায় (Ratan Roy)। তিনি বলেন, ‘‘আমি নিজের কর্তব্য পালন করেছি মাত্র। তবে যে কোন পুরস্কার, সংবর্ধনা ভাল কাজ করতে উৎসাহিত করে, অনুপ্রেরণা দেয়।"
উল্লেখ্য, মঙ্গলবার দুপুর ৩টে নাগাদ পুরুলিয়া এবং রানাঘাটের দুটি সোনার দোকানে হামলা চালায় ডাকাতরা। সংস্থার তরফে জানানো হয়েছে, দুপুর দেড়টা নাগাদ দুটি শোরুমে ডাকাতরা ঢোকে। কিছুক্ষণের মধ্যেই হীরে ও সোনার গয়না নিয়ে চম্পট দেয় তারা। রানাঘাট শো-রুম থেকে পালানোর সময় গুলিও চালায় তারা। রানাঘাটে বিহার থেকে আসা ওই ডাকাতদলকে তাড়া করেছিলেন রতন। প্রায় ৫০০ মিটার ধাওয়া করে চার সশস্ত্র ডাকাতের দিকে গুলি করেন তিনি। রতনের রিভলভারের গুলিতে ঘায়েল হয় দুই ডাকাত। সেই সময় পালাতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ে আরও এক ডাকাত।
আরও পড়ুন: রানাঘাটে ডাকাতির ঘটনায় গ্রেফতার ৪ ডাকাত, অপারেশনে জড়িত বিহার গ্যাং! ভিডিও প্রকাশ্যে
ওই দুটি আউটলেটই ফ্রানচাইজি স্টোর বলে জানা গিয়েছে। ইতিমধ্যে কয়েকজন ডাকাতকে গ্রেফতারও করা হয়েছে।